যশোরে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুস সুবহান নামে একজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সুবহান মণিরামপুর উপজেলার ব্রাক্ষনডাঙ্গা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে । এ ঘটনায় ওই গৃহবধু তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
মামলায় গৃহবধূ উল্লেখ করেন, আব্দুস সুবহান ওই গৃহবধূর নন্দায়। আত্মীয়তার সুবাদে প্রায় সুবহান গৃহবধূর বাড়িতে বেড়াতে আসে। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে গৃহবধূকে দির্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গৃহবধূ রাজী না হলে আসামি বিভিন্ন ভাবে গৃহবধূকে উত্যাক্ত করতে থাকে। ৩০ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫ টায় গৃহবধূর বাড়িতে আব্দুস সুবহান বেড়াতে এসে গৃহবধূকে জড়ায়ে ধরে শ্লীলতাহানীর চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায় ছেড়ে দেয় গৃহবধুকে। এবিষয় কাউকে কিছু জানালে হত্যা করবে বলে হুমকী দিয়ে চলে যায়। পরবর্তীতে বাদী তার স্বামী ও আত্মীয়স্বজনকে জানিয়ে থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বৃহস্পতিবার নরেন্দ্রপুর এলাকা থেকে আব্দুস সুবহানকে আটক করে।