যশোর জেলা বিএনপির সাবেক সংসদ সদস্য আফসার আহম্মদ সিদ্দিকীর ২১ তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত

আজ শুক্রবার বিকেলে যশোর শহরের লালদীঘির পাড়স্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে যশোর জেলা বিএনপির উদ্যোগে সংগঠনের সভাপতি অধ্যাপক নার্গিস বেগম এর সভাপতিত্বে যশোর জেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মরহুম আফসার আহম্মদ সিদ্দিকীর ২১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন,ও যশোর জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।