যশোরে মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা

যশোর শহরের আর এন রোড রোড এলাকার রাজু সাহার কন্যা ঐশী সাহা (১৫) মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে
পুলিশ জানান, ঐশী সাহা গত শনিবার রাতে মায়ের উপর অভিমান করে মনের দুঃখে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রেখেছে।
হাসপাতালে চিকিৎসক ডা: আব্দুর র‌শিদ জানান, গলাুলায় উড়না পে‌চি‌য়ে নিজ রু‌মের ফ‌্যা‌নের সা‌থে ঝু‌লে আত্মহত‌্যা ক‌রেন।