রওশন এরশাদ দেশে ফিরলেই দেবর-ভাবির সম্পর্ক ঠিক হয়ে যাবে: রাঙ্গা

রওশন এরশাদ ও জিএম কাদের মধ্যে চলমান দ্বন্দ্ব দ্রুত সমাধান হয়ে যাবে বলে মনে করেন মসিউর রহমান রাঙ্গা। একইসঙ্গে জাতীয় পার্টির (জাপা) সকল সমস্যাও সমাধান হয়ে যাবে বলে জানান দলের সব পদ-পদবি থেকে অব্যাহতি পাওয়া সাবেক এই মহাসচিব।
রাঙ্গা বলেন, নির্বাচন এলেই জাতীয় পার্টিতে এমন সমস্যা দেখা দেয়। রওশন এরশাদ দেশে ফিরে এলেই যেমন দেবর-ভাবির সম্পর্ক ঠিক হয়ে যাবে, তেমনি দলেরও সব সমস্যা সমাধান হয়ে যাবে।

সোমবার বিকেলে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান জিএম কাদের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই বলে দাবি করেন রাঙ্গা। তিনি বলেন, জিএম কাদেরের সঙ্গে আমার কোনো দ্বন্দ চলছে না। বরং উনি আমার সাথে দ্বন্দ তৈরি করে আমাকে দল থেকে বহিষ্কার করেছেন।

তিনি আরও বলেন, আমি এরশাদ সাহেব এবং জিএম কাদেরের সময় মহাসচিব ছিলাম। কাউন্সিলের মাধ্যমে আমি মহাসচিব হয়েছিলাম। উনি (জিএম কাদের) আমার প্রাথমিক সদস্যপদ পর্যন্ত বাতিল করে দিয়েছেন। অথচ তিনি কোনো কারণ জানাতে পারেননি। তবে আমি আশা করি, কোনো দ্বন্দ্ব থাকবে না। এটা ঠিক হয়ে যাবে।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে রাঙ্গা বলেন, দলের মহাসচিব রংপুরে যাকে মনোনয়নপত্র দিয়েছেন, সেটা বৈধ হতে পারে না। কারণ, জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী মহাসচিব কাউকে মনোনয়ন দিতে পারেন না। তিনি কাউকে মনোনয়ন দিলেও সেটা ঠিক হবে না। মহাসচিব অযাচিতভাবে মোস্তফাকে মনোনয়ন দিয়েছেন। গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান মনোনয়ন দিবেন। চেয়ারম্যান এখন আইনি সমস্যার কারণে মনোনয়নপত্রে স্বাক্ষর করতে পারছেন না।

আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি থেকে কাকে নমিনেশন দেওয়া হবে সে বিষয়টি রওশন এরশাদ দেশে ফিরলেই চূড়ান্ত করা হবে বলেও জানান মসিউর রহমান রাঙ্গা।