শার্শার নাভারণ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারের ফুটপাত থেকে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ফারজানা ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে অবৈধভাবে দোকান উচ্ছেদসহ স্কুলের পাশে দোকান বসিয়ে সিগারেট বিক্রিসহ নানা অভিযোগে ৩ দোকান মালিককে ২৫ হাজার ও রাস্তার ফিটনেস বিহীন অবৈধ ভাবে চলাচলকারি মাঠি বাহী একটি ট্রাকটার ড্রাইভারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, যশোর বেনাপোল হাইওয়ে সড়কের নাভারন একটি ঐহিত্যবাহী বাজারের আশে পাশে অবৈধ স্থাপনা থাকার কারনে দুর্ঘটনা লেগেই থাকতো এবং দুর্ঘটনায় অনেকেও মারাও গেছে। এরই প্রেক্ষিতে উক্ত অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা।