যশোরে গাঁজা বিক্রিকালে  বিক্রেতা গ্রেফতার

গাঁজা বেচাকেনার অভিযোগে আজিম উদ্দীন নামে এক বিক্রেতাকে গ্রেফতার করেছে সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এক কর্মকর্তা। বৃহস্পতিবার ২৩ মার্চ রাতে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা বাবু বাজার গ্রামের জহুরুলের সাইকেল গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেফতার করে। আজিম উদ্দীন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কুুলতলী (মুন্সীগঞ্জ) এলাকার বর্তমানে যশোর সদর উপজেলার বাগডাঙ্গা (চুড়ামনকাটি বিশ^াসপাড়া) পিয়ার আলীর ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে। গাঁজা বিক্রেতাকে শুক্রবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।

সাজিয়ালী পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে,বৃহস্পতিবার ২৩ মার্চ রাতে ওই ক্যাম্পের এক এএসআইসহ একদল পুলিশ গোপন সূত্রে খবর পান বাগডাঙ্গা বাবু বাজার গ্রামের এক সাইকেলের গ্যারেজের সামনে অবস্থান নিয়ে এক গাঁজা বিক্রেতা গাঁজা বিক্রীর জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা গাঁজা বিক্রেতা আজিম উদ্দীন পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার দখলে থাকা ২শ’ ২০ ওজন গাঁজা উদ্ধার করে।