যশোরে মাদ্রাসা সুপারকে মারপিটের ঘটনায় মামলা

টাকা পয়সা লেনদেন নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে যশোর সদরের নারঙ্গালী গ্রামে নারাঙ্গালী দাখিল মাদ্রাসা সুপার শরিফুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে মারপিট ও হুমকি ধামকির অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। বুধবার রাতে ঝিকরগাছা উপজেলার বিষ্ণপুর গ্রামের মৃত হাসেম আলীর ছেলে শরীফুল ইসলাম মামলা করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়। আসামিরা হলো সদরের নারাঙ্গালী গ্রামের মৃত মাওলা বক্সের দুই ছেলে আসলাম গাজি (৫০) ও মহাশীন আলী (৪৫) একই গ্রামের সিদ্দিক গাজীর ছেলে কামরুল ইসলাম (৪০)।

মামলায় মাদ্রাসা সুপার শরিফুল ইসলাম বলেছেন, আসামিরা এলাকার সন্ত্রাসী প্রকৃতির লোক। টাকা পয়সা লেনদেনসহ পূর্ব শত্রুতার কারণে আসামিরা প্রায় আমাকে মারপিটসহ খুন জখমের হুমকি দিযে আসছিলো। নারাঙ্গালি বাজারে ঔষধ ক্রয়ের জন্য বাইসাইকেলে যাওয়ার পথে ১৭ মার্চ সন্ধ্যায় ইসলামী ব্যাংকের নীচে ডাঃ নিতাইয়ের ওষধের দোকানের সামনে পৌছুলে আসামিরা আমার পথ রোধ করে কিল চড় লাথি ঘুষিসহ এলাপাতাড়ি মারপিট করে জখম করে।

২ নং আসামি মহশিন গাজি জাপ্টিয়ে ধরে শরিফুলের পকেট থেকে ১৫ শ টাকা নিয়ে নেয়। আসামি আসলাম গাজি হত্যার উদ্দেশ্যে শরিফুলকে গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করে। শরীফুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে আসামিরা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার সুষ্ঠু সমাধানের জন্য মাদ্রাসা সুপার শরিফুল ইসলাম মামলা করেন।