ইভিএম বা ব্যালট নয়, রাজনৈতিক সংকটই কমিশনের বড় চ্যালেঞ্জ: সিইসি

ইভিএম বা ব্যালট নয়, রাজনৈতিক সংকট বা সব দল নির্বাচনে অংশগ্রহণ না করাই কমিশনের বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁও এর নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

রাজনৈতিক সংকট দূর করার ক্ষেত্রে কমিশনের কিছুই করার নেই বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, ইভিএম নিয়ে কমিশন দীর্ঘ সময় আলোচনা করেছে। ভোটে ইভিএম বাদ দেয়া হয়েছে কমিশনের সিদ্ধান্তে। কোন চাপে পরে নয়। তবে ইভিএমে কারচুপি বন্ধ করা যতটা সহজ, ব্যালটে ততটা সহজ নয় বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে সংসদ নির্বাচন। আগাম ভোট নিয়ে কোন প্রস্তুতি নেয়া হচ্ছে না।