কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কপোতাক্ষ নদের তীরে অবস্থিত একটি পার্কে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ২০হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার দুপুরে নানা অনিয়ম ও অনৈতিক কাজের অভিযোগে পার্কটিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান।
এসময় সেখানে দেখা যায় ৬ কপোত-কপোতিকে । পার্ক পরিচালনার শর্ত ভঙ্গ করার অভিযোগে মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আগত কপোত -কপোতীদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয় এবং সাময়িক পার্ক টি বন্ধ রাখার হয়েছে।