অভয়নগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় চলিশিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন 

যশোরের অভয়নগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক অনুর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন হয়েছে চলিশিয়া ইউনিয়ন। গতকাল ফাইনালে তারা বাঘুটিয়া ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন চলিশিয়া ইউনিয়নের ৯নং জার্সিধারী তপস্যা রায় দলের পক্ষে ২টি গোল করেন। খেলা শেষে শাহ্ হাদীউজ্জামান স্বাধীনতা মঞ্চে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রগ্রামার আহসান কবির, যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, শেখ তৈয়েবুর রহমান, ক্রীড়া সংগঠক নাজমুল হক খোকন, সাবেক কৃতি ফুটবলার ভীম চন্দ্র দে, সাহরিয়ার মিন্টু, জাহিদ হোসেন, রেজোয়ান ফারাজী, টিপু কাজী, রফিক, তুষার প্রমুখ। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলের ৯সং জার্সিধারী তপস্যা রায়কে সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত করা হয়। এছাড়া টুর্নামেন্টের সংবাদ ধারাবাহিকভাবে প্রকাশের জন্য নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজকে সেরা সাংবাদিতার পুরস্কার প্রদান করা হয়।