যশোরে গাঁজা বেচাকেনার অভিযোগে দু’জন আটক

গাঁজা বেচাকেনার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর পুলিশ ফাঁড়ীর সদস্যরা আলাদা অভিযান চালিয়ে শহরের বারান্দীপাড়া আমতলা ও নীলগঞ্জ সাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনশ’ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের নীলগঞ্জ সাহাপাড়া এলাকার মৃত শফিউদ্দীনের ছেলে জাহিরুল ইসলাম ও পূর্ব বারান্দীপাড়া মোল্যাপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে ইসমাইল হোসেন ওরফে সাহারাজ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শুক্রবার রাতে আলাদা দু’টি মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

সদর পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, শুক্রবার ২৩ জুন রাতে ফাঁড়ীর এক এএসআইসহ একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শহরের ১নং ওয়ার্ডের মোল্যাপাড়া আমতলা এলাকার ডেইজি মেম্বারের গলির মুখে শারমিন ডিপার্টমেন্টাল ষ্টোর এর সামনে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন সাহারাজকে গ্রেফতার করে। এ সময় তার স্ত্রী নুসরাত কৌশলে পালিয়ে যায়। ইসমাইল হোসেন সাহারাজের দখল হতে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে, ওই ফাঁড়ীর এক এটিএসআইসহ একদল পুলিশ শুক্রবার ২৩জুন রাতে শহরের নীলগঞ্জ সাহাপাড়া নুর মোহাম্মদ সড়ক গোলাম রহমানের বাড়ির সামনে অভিযান চালিয়ে জাহিরুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় তার দখলে থাকা ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।