যশোর জমি জায়গা নিয়ে শুত্রুতার জেরে কুপিয়ে জখম, মামলা

জমি জায়গা নিয়ে পূর্ব শত্রæতার জের ধরে প্রতিবেশী সন্ত্রাসীরা গোলজার হোসেন (৪৪) নামে এক যুবককে প্রকাশ্যে ধারালো দা,লোহার রড, কাঠের লাঠিসহ গতিরোধ করে কুপিয়ে ও পিটিয়ে আহত করে নগদ ১৭শ’ টাকা ও ১ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা মধ্যপাড়াস্থ সাবু দফাদারের বাড়ির সামনে। মামলাটি করেন, সদর উপজেলার চুড়ামনকাটি ছাতিয়ানতলা মধ্যপাড়ার আব্দুল গফফারের ছেলে ইফতেখার হোসেন সুমিত। মামলায় আসামী করেন,একই গ্রামের মৃত আন্তার আলী দফাদারের ছেলে আশরাফ হোসেন, সহোদর আনিছুর রহমান,ইনসান আলীসহ অজ্ঞাতনামা ২/৩জন।

মামলায় ইফতেখান হোসেন সুমিত উল্লেখ করেন, জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে উক্ত আসামীদের সাথে পূর্ব হতে দ্ব›দ্ব শত্রæতা চলে আসছে। আসামীরা প্রায় সময় বাদিসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের মারপিট খুন জখম করার হুমকী দিয়ে আসছিল। গত ২৩ জুন শুক্রবারন বাদির আপন ভাই গোলজার হোসেন জুম্মার নামাজ আদায় শেষে ছাতিয়ানতলা মধ্যপাড়া জামে মসজিদ হতে বের হয়ে বাড়িতে ফেরার পথে দুপুর ২ টায় ছাতিয়ানতলা মধ্যপাড়াস্থ সাবু দফাদারের বাড়ির সামনে পৌছালে পূর্ব শত্রæতার জের ধরে আসামীরা হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদির ভাই গোলজার হোসেনকে গতিরোধ করে। পরে এলোপাতাড়ীভাবে মারপিট ও কুপিয়ে জখম করে পাঞ্জাবীর পকেটে থাকা ১৭০০ টাকা ও গলায় থাকা ১ ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। বাদির ভাইয়ের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা পরবর্তীতে গোলাজার হোসেনকে খুন জখমের হুমকী দিয়ে স্থান ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় বাদির ভাইকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে।