শহরের নীল রতন রোডস্থ যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের মাঝখানের রুমের জানালার লোহার রড খুলে চুরি করে পালাবার কালে পুলিশ ইসা ঢালি নামে এক চোরকে গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের মেহেব উদ্দিনের ছেলে। এ সময় তার সহযোগী এলাকার শহিদুল ইসলামের ছেলে সুমন পালিয়ে যায়। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক শহরের পুরাতন কসবা ঘোষপাড়া ঢাকা রোড এলাকার বিশ^নাথ সুর এর স্ত্রী শ্রাবনী সুর বাদি হয়ে শুক্রবার রাতে গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ চোরাই লোহার রড জব্দ করেছে।
প্রধান শিক্ষক শ্রাবনী সুর মামলায় উল্লেখ করেন, ২৩ জুন শুক্রবার স্কুল বন্ধ থাকায় তিনি বাড়িতে অবস্থানকালে বিকেল ৩ টায় স্কুলের নিরাপত্তা কর্মী গোলাম কিবরিয়া এর মাধ্যমে সংবাদ পাই যে, স্কুলের পুরাতন ভবনের মাঝখানের রুমে দুইজন লোক প্রবেশ করে জানালার লোহার রড গোপনে খুলে চুরি করছে। ওই সংবাদের ভিত্তিতে তিনি তৎক্ষনিক স্কুলের দিকে রওয়ানা হন এবং নিরাপত্তা কর্মীকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন দিয়ে স্কুলের দিকে রওয়ানা হওয়ার বলেন। শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৩ টার দিকে বাদিসহ অন্যান্য শিক্ষকসহ নাইটগার্ড পৌছাণো মাত্রই কোতয়ালি পুলিশের একটি টিম পৌছায়। পুলিশ শিক্ষকদের উপস্থিতি টের পেয়ে দুই চোর পালানোর চেষ্টা করলে ইসা ঢালিকে পুলিশ গ্রেফতার করে। অপরজন সুমন কৌশলে পালিয়ে যায়। পুলিশ গ্রেফতারকৃতদের আসামীকে জিজ্ঞাসাবাদ করলে উপরোক্ত নাম ঠিকানা ও পলাতক আসামীর নাম ঠিকানা প্রকাশ করে। সে চুরির কথা স্বীকার করে। পরে তাকে থানায় নিয়ে যওয়া হয়। শনিবার চুরি মামলায় ইসা ঢালিকে আদালতে সোপর্দ করা হয়েছে।