যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশু নিহতের ঘটনায় মামলা

বেপরোয়া গতি সম্পন্ন কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশু ছেলে সাহাবী (৭) নিহত ও পিতা বিল্লাল (৪৫) আহতর ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার ২৩ জুন রাতে সড়ক পরিবহন আইনে মামলাটি করেন, যশোর সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের আলাউদ্দিন সর্দারের ছেলে আসাদুল ইসলাম। মামলায় আসামী করেন, (ঢাকা মেট্টো- উ- ১৪- ১৫৬৯) এর কাভার্ড ভ্যানের অজ্ঞাতনামা চালক।

মামলায় আসাদুল ইসলাম উল্লেখ করেন, তিনি মাছের ব্যবসা করেন। তার ভাইরা ভাইয়ের ছেলে সাহাবী ও ভাইরা ভাই সদর উপজেলার সাড়াপোল সিরাজসিংহা গ্রামের আইয়ূব আলীর ছেলে বিল্লাল শুক্রবার ২৩ জুন বিকেল অনুমান ৫ টায় তার মেয়ের বাসা সদর উপজেলার রুপদিয়া হতে বাই সাইকেল যোগে নিজের বাসার উদ্দেশ্যে ফিরছিল। সন্ধ্যা সাড়ে ৬ টায় খুলনা টু যশোর মহাসড়কের সন্ন্যাসী দিঘীপাড়া বাসস্ট্যান্ডের মাঝখানে এইচ.আর.সি কোম্পানীর সামনে পৌছানো মাত্রই বেনাপোল হতে খুলনা গামী কাভার্ডভ্যান যার নাম্বার (ঢাকা মেট্টো-উ-১৪-১৫৬৯) এর অজ্ঞাতনামা চালক বিল্লাল হোসেনের বাইকেলটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় বিল্লাল হোসেনসহ তার শিশু ছেলে সাহাবী রাস্তায় পড়ে যাওয়া মাত্রই উক্ত কাভার্ডভ্যানের পিছনের চাকা শিশু সাহাবীর মাথার মাথার উপরে উঠে মাথা থেথলে যেয়ে ঘটনাস্থলে মারা যায়। পিতা বিল্লাল হোসেনকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানীয় লোকজন উদ্ধার করে ভর্তি করে। তার অবস্থা খারাপ মনে করায় হাসপাতালের চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করেছেন। পরে এঘটনায় কোতয়ালি থানায় মামলা হওয়ার পর নওয়াপাড়া হাইওয়ে থানা মামলাটি তদন্ত শুরু করেছেন।