যশোরে মাদক বেচাকেনার সময় দু’জন গ্রেফতার

ইয়াবা ও গাঁজা বেচাকেনার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ২৪ জুন বিকেলে শহরের গরীবশাহ মাজার সংলগ্ন বকুলতলা শিশুল টেইলার্সের সামনে থেকে ও দুপুরে পুলেরহাট টু বেড়বাড়ী রোড থেকে পুলিশ ২শ’ গ্রাম গাঁজা ও ২০পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার তফসীডাঙ্গা (পূর্ব পাড়া) এলাকার জলিল গাজীর ছেলে মুকুল ইসলাম ও ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের শামীমুল ইসলামের ছেলে ইমন ইসলাম ওরফে ইমু। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার ২৫ জুন দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, শনিবার ২৪ জুন বিকেলে ফাঁড়ীর এক এএসআইসহ একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শহরের গরীবশাহ রোস্থ বকুলতলা শিমুল টেইলার্সের সামনে থেকে ইমন ইসলাম ওরফে ইমুকে ২০পিস ইয়াবাসহ গ্রেফতার করে। অপরদিকে,চাঁচড়া ফাঁড়ী পুলিশের এক এসআইসহ একদল পুলিশ দুুপুর ২ টায়র পর বেড়বাড়ী রোডে জনৈক ওয়াজেদ মোড়লের মেহেগুনী বাগানের সামনে থেকে মুকুল ইসলামকে ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।#