যশোর বিসিক শিল্পনগরীতে হামলার ঘটনায় মামলা; ১০ চাঁদাবাজ গ্রেফতার

শহরতলী ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী সিটি ফ্লাওয়ার মিলস্ লিমিটেড ও আনোয়ার জুট প্রডাক্টস এর মালিককে প্রকাশ্যে গতিরোধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে কর্মচারী মিলনকে চাইনিজ কুড়াল দিয়ে কোপ মেরে রক্তাক্ত জখম করার ঘটনায় কোতয়ালি থানায় চাঁদাবাজিসহ অন্যান্য ধারায় মামলা হয়েছে। শনিবার ২৪ জুন রাতে মামলাটি করেন, যশোর সদর উপজেলার ধানঘাটা বর্তমানে শহরের পশ্চিম বারান্দীপাড়া কদমতলা) এলাকার আলা উল্লাহ এর ছেলে আনোয়ার হোসেন। মামলায় আসামী করেন, ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮জনকে। পুলিশ চাঁদাবাজ ১০ জনকে গ্রেফতার করেছে। মামলার আসামীরা হচ্ছে,যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা (মান্দারতলা) এলাকার আকরাম হোাসেনের ছেলে রবিউল ইসলাম, একই এলাকার সাহেব ওলিয়ারের ছেলে ময়না, বালিয়াডাঙ্গা (মান্দারতলা) এলাকার শাহজাহান মোল্লার ছেলে বাদশা, আলমগীরের ছেলে সুজন, মোশারফের ছেলে ইমদাদ, আলী আহম্মদের ছেলে উজ্জল হোসেন, হাকিম মোল্লার ছেলে আবু কালাম, শাহজাহান মোল্লার ছেলে কামরুল, ইকরাম মোল্লার ছেলে মেহেদী হাসান,সদর উপজেলার সিতারামপুর গ্রামের সোবাহানের ছেলে রাহাত হোসেন, একই গ্রামের শাহ আলমের ছেলে শাহাবুদ্দিন কাজল ও ঝুমঝুমপুরের সালাউদ্দিনের ছেলে বাপ্পি হোসেনসহ অজ্ঞাতনামা ৭/৮জন। গ্রেফতারকৃতরা হচ্ছে, রবিউল ইসলাম, বাদশা, সুজন,ইমদাদ, উজ্জল হোসেন, আবু কালাম, কামরুল, মেহেদী হাসান, রাহাত হোসেন ও শাহাবুদ্দিন কাজল। গ্রেফতারকৃতদের রোববার ২৫ জুন দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখিত আসামীসহ তাদের অজ্ঞাতনামা সহযোগী ৭/৮জনের বিরুদ্ধে মামলা দিয়ে বাদি উল্লেখ করেন, তার ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী নিজ নামীয় সিটি ফ্লাওয়ার মিলস্ লিমিটেড ও আনোয়ার জুট প্রোডাক্টস এবং সরকারী একজন নিয়মিত করদাতা। আসামী রবিউল ইসলাম বাদি বলে ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হলে তাকে ৫লাখ টাকা চাঁদা দিতে হবে। শনিবার ২৪ জুন দুপুর ১ টায় ঝুমঝুমপুরস্থ নিজাম ফুডের প্রতিষ্ঠানের সামনে বাদি পৌছানো মাত্রই রবিউল ইসলামসহ অন্যান্য আসামীগত বাদিসহ তার কর্মচারীদের গতিরোধ করে। তখন আসামীদের পূর্ব দাবীকৃত ৫লাখ টাকা চাঁদা দাবি করলে বাদি চাঁদার টাকা দিতে অস্বীকার করায় বাদির কর্মচারী যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের রুহুল আমিনের ছেলে মিলন (৩২) কে রবিউল চাইনিজ কুড়াল দিয়ে মাথার বাম পাশে কোপ মেরে রক্তাক্ত জখম করে। আসামী বাদশা লোহার রড দিয়ে মিলনের ডান হাতের কনুই উপর মারপিট করে রক্তাক্ত নীলা ফোলা জখম করে। ময়না হাসুয়া দিয়ে অন্যান্য কর্মচারী জসিম উদ্দিন (৩২)কে কোপ মেরে রক্তাক্ত জখম করে। অন্যান্য আসামীরা বাদির শ্যালক সাতক্ষীরা জেলার সদর উপজেলার পুরাতন সাতক্ষীরার তরিকুল ইসলামের ছেলে নয়ন (৩৫)কে কর্মচারী বাপ্পি (২৫)কে কুপিয়ে জখম করে। এর পর আসামীরা বাদির দু’টি প্রতিষ্ঠানে তালা মেরে বাদিকে হুমকী দিয়ে বলে দাবীকৃত ৫লাখ টাকা না দিলে বিভিন্œ ধরনের খুন জখমের হুমকী প্রদান করে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। কর্মচারী মিলন ও জসিমদ্বয়কে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তাসহ একদল পুলিশ উল্লেখিত এজাহার নামীয় ১০ চাঁদাবাজকে গ্রেফতার করে। তাদেরকে আদালতে সোপর্দ করে।