আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন আবারও সিআইপি সনদ পেলেন।রবিবার (২৫শে জুন) বিকাল ৩ টার সময় প্যান প্যাসিফিক সোনারগাঁও , ঢাকা এর গ্রান্ড বলরুম এ সিআইপি (রপ্তানি ও ট্রেড ) ২০২১ কার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এই সনদ প্রাপ্ত হন।
জানা গেছে, সিআইপি (রপ্তানি ও ট্রেড ) ২০২১ কার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। পরে অতিথিদের হাত থেকে আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনকে সনদ প্রদান করা হয়। রপ্তানি ও ট্রেডে এ নিয়ে তিনি রাষ্টীয় ভাবে ১৮ বার সিআইপি সনদ প্রাপ্ত হয়েছেন।