তরুণ প্রজন্মই হবে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের জনশক্তি:লিটন

“তারুণ্যের সাথে মানবতার পথে” এই স্লোগানকে সামনে রেখে যশোরের বেনাপোলে “স্মার্ট বাংলাদেশ” বিমির্মানে তরুণদের সম্পৃক্ততা নিয়ে তারুণ্যের উচ্ছ্বাস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বেনাপোল পৌর বিয়েবাড়িতে দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন।
প্রধান অতিথি আশরাফুল আলম লিটন বলেন, , চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস, ব্লক চেইন, রোবোটিক্স, বিগ ডেটা, মেডিক্যাল স্ক্রাইব, সাইবার নিরাপত্তার মতো উন্নত প্রযুক্তিতে দ মানবসম্পদ তৈরি করতে হবে। তরুণ প্রজন্মই ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের মূল শক্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাবেক মেয়র লিটন আরো বলেন “আমাদের তরুণ প্রজন্মই হবে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের প্রতিটি েেত্র সবচেয়ে দ জনশক্তি।” প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট দেশ হবে উল্লেখ করে তিনি জানান, তরুণ প্রজন্ম মেধাবী ও তাদের নতুন উদ্ভাবন বাস্তবায়নের মতা রয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সবুজ বাংলাদেশ এর সম্পাদক মোহাম্মদ মাসুদ, দৈনিক দেশ বাংলার সম্পাদক সাইদুর রহমান লিখন সহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।