slide top3 খেলার খবর দ. আফ্রিকাকে তাদের মাঠেই হারাল বাংলাদেশ ✍ স্পোর্টস ডেস্ক ⌚ প্রকাশিত 03/12/2023 Facebook Twitter Pinterest WhatsApp Print দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠেই হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরের শুরুতে প্রথম টি-টোয়েন্টিতে ১৩ রানে প্রোটিয়া নারীদের হারায় বাংলাদেশে।বাংলাদশের এই জয়ে দুর্দান্ত বোলিং করেন স্বর্ণা আক্তার। তিনি মাত্র ৪ ওভারে ২৮ রানে ৫ উইকেট শিকার করেন।