ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সামগ্রী

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে জেলার ৬ টি উপজেলা পরিষদ চত্বর থেকে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে ব্যালট পেপার বাদে বাকি উপকরণ পাঠানো হয়।

শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে ব্যালট পেপার বাদে বাকি উপকরণ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী। সেসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

ব্যালট বাক্স, অমোচনীয় কালি ও অন্যান্য সামগ্রী পুলিশি নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে। নির্বাচন স্বচ্ছ করার জন্য ব্যালট পেপার আগামী কাল ভোট শুরুর আগে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলে জানান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী।

ঝিনাইদহ জেলায় ৪ টি আসনে ভোট কেন্দ্র আছে ৫’শ ৮৫টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৩’শত ৯৩ টি ও সাধারন ভোট কেন্দ্র ১’শত ৯২ টি। জেলায় মোট ভোটারের সংখ্যা ১৫ লক্ষ ১ হাজার ৪’শত ৮০ জন। ভোট গ্রহন নিরাপদ ও সুষ্টু করার জন্য এক হাজার ৬’শত ৪ জন পুলিশ, ৭ হাজার ৮৪ জন আনসার, ৩’শত ২০ জন সেনা সদস্য ও ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।