দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে ভোটের লড়াইয়ে বেশির ভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
বগুড়া-৩ আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী দুই বারের এমপি অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার। তিনি ১০ হাজার ৫২৩ ভোট পেয়েছেন।
নাটোরে চারটি আসনে ২৪ প্রার্থীর জামানত বাতিল হয়েছে। নাটোর-১ আসনে জাতীয় পার্টির আশিক হোসেন (২০৩৬ ভোট), ওয়াকার্স পাটির ইব্রাহীম খলিল (৩৪৩০ ভোট), জাসদের মোয়াজ্জেম হোসেন (৮১৭ ভোট), সুপ্রিম পার্টির লিয়াকত আলী (৪৫১ ভোট), কর্নেল রমজান আলী সরকার (২৬১৪), ও জামাল উদ্দিন ফারুক (৪৬৮ ভোট)।
নাটোর-২ আসনে জাতীয় পার্টির সাবেক অতিরিক্ত সচিব ড. নুরুনবী মৃধা (২৭১৫ ভোট), জাসদের শরিফুল ইসলাম (৫৮০ ভোট) ও বাংলাদেশ কংগ্রেসের বজলুর রশীদ (৮৩৯ ভোট)।
নাটোর-৩ আসনে জাতীয় পার্টির আনিসুর রহমান (৭৭৯ ভোট), ওয়াকার্স পার্টির মিজানুর রহমান (৬৩৮ ভোট), বিকল্প ধারার সাংবাদিক আনোয়ার হোসেন (২৩০ ভোট), তৃণমূল বিএনপির আবুল কালাম আজাদ (২১৯ ভোট), বাংলাদেশ কংগ্রেসের আমিরুল ইসলাম (২০৮ ভোট), তরিকত ফেডারেশনের আলতাফ হোসেন (৬৫ ভোট) ও স্বতন্ত্র আব্দুল্লাহ আল মামুন (১২৪ ভোট) ।
নাটোর-৪ আসনে জাতীয় পার্টির অধ্যাপক আলা উদ্দিন মৃধা (২৮৬ ভোট), জেপির সেলিম রেজা (২৫৩ ভোট), বিএনএমের গাজী আবু সায়েম রতন (১৪০ ভোট), তৃণমূল বিএনপির আব্দুল খালেক সরকার (৭২ ভোট), বাংলাদেশ কংগ্রেসের শান্তি রিবারু (২৭৩ ভোট) ও স্বতন্ত্র প্রার্থী সুজন আহমেদ (২৭১৫ ভোট)।
লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার (৬৪৯ ভোট), বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ ছোলায়মান (৩২০ ভোট) স্বতন্ত্র প্রার্থী মাহমুদা বেগম (৩৫৫ ভোট) ও ইস্কান্দার মির্জা শামীম (৭৪৭৪ ভোট)।
রাজশাহী-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী আবু তালেব প্রামাণিক (১৫১৮ ভোট), স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন (৮৭৩ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির জিন্নাতুল ইসলাম (৫৬০ ভোট) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আান্দোলনের প্রার্থী সাইফুল ইসলাম রায়হান ১৪৯ ভোট পেয়েছেন।
গাইবান্ধা-১ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের গোলাম আহসান হাবীব মাসুদ, কল্যাণ পার্টির আইরিন আক্তার, সাংস্কৃতিক মুক্তি জোটের খন্দকার রবিউল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির মর্জিনা খান, কৃষক শ্রমিক জনতা লীগের আবু বক্কর সিদ্দিক গামছা, কংগ্রেসের মো. ফকরুল হাসান, বিএনএফর ওমর ফারুক সিজার ও স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন।
গাইবান্ধা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (৫৪৯ ভোট), সমাজতান্ত্রিক দলের এসএম খাদেমুল ইসলাম খুদি (৭১৬৭ ভোট), জাতীয় পার্টির মইনুর রাব্বী চৌধুরী (৭৪৬৫ ভোট), পিপলস পার্টির জাহাঙ্গীর আলম (১৫০ ভোট), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মনজুরুল হক (২২৫ ভোট), বাংলাদেশ কল্যাণ পার্টির মাহামুদুল হক (২১৮৩ ভোট), কৃষক শ্রমিক জনতা লীগের মোস্তফা মনিরুজ্জামান (১৮৭ ভোট) আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাহারিয়া খাঁন বিপ্লব (৪১৯২ ভোট)।
চট্টগ্রাম-১ আসনে জাতীয় পার্টি এমদাদ হোসাইন চৌধুরী (৪০৮ ভোট), ইসলামী ফ্রন্টের আব্দুল মান্নান (২০৫ ভোট), বিএনএফের মো. ইউসুফ (২০০ ভোট) সুপ্রিম পার্টির নুরুল করিম আফছার (১৯৯ ভোট), বিএমএলের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী (৪৬ ভোট)।
রাজশাহী-৬ আসনে জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু (৮৯৮ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির মহসিন আলী (৪৮২ ভোট), জাতীয় সমাজতান্ত্রিক দলের জুলফিকার মান্নান জামী (২০২ ভোট), বিএনএমের অধ্যক্ষ আব্দুস সামাদ (২৯০ ভোট)।
কুমিল্লা-২ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির আবদুছ ছালাম (১৬৭ ভোট), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবদুস সালাম (২৯৮ ভোট), জাতীয় পার্টির এটিএম মঞ্জুরুল ইসলাম (৪৪১ ভোট), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা সুলতান মহিউদ্দিন (২২২ ভোট), ইসলামী ঐক্যজোটের আলতাফ হোসাইন (৯৪৪ ভোট), তৃণমূল বিএনপির মো. মাঈনুউদ্দিন (২৪৩ ভোট) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সিরাজুল টম সুডেন (১০৬ ভোট)।
জামালপুরে ৫টি আসনে ১৮ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। জামালপুর-১ আসনে জাতীয় পার্টির এসএম আবু সায়েম, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল্লাহ আল মামুন ও তৃণমূল বিএনপির গোলাম মোস্তফা।
জামালপুর-২ আসনে জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ, স্বতন্ত্রের জিয়াউল হক জিয়া, শাহজাহান আলী মন্ডল ও তৃণমূল বিএনপির হোসেন রেজা বাবু। জামালপুর-৩ আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন ও জাতীয় পার্টি (জেপি) নজরুল ইসলাম।
জামালপুর-৪ আসনে জাতীয় পার্টির আবুল কালাম আজাদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) তারিখ মাহদী, তৃণমূল বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম টুকু ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ইনুর গোলাম মোস্তাফা জিন্নাহ।
জামালপুর-৫ আসনে জাতীয় পার্টির জাকির হোসেন, বাংলাদেশ কংগ্রেসের আবু সায়েম মোহাম্মদ সা’আদাত উল করীম, জাতীয় পার্টি (জেপি) বাবর আলী খান, ন্যাশনাল পিপলস পার্টির রফিকুল ইসলাম ও বাংলাদেশ সুপ্রিম পার্টির সাবিরুজ্জামান।
ময়মনসিংহ-১১ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টি এবিএম জিয়া উদ্দিন (১৭৮ ভোট), তৃণমূল বিএনপির নাসির উদ্দিন (৯৬ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির মজিবুর রহমান (১০৮ ভোট), জাতীয় পার্টি হাফিজ উদ্দিন (৩২৮ ভোট) স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা (১৩৯ ভোট)।
সিলেট-২ আসনে তৃণমূল বিএনপির আব্দুর মলিক (৯৪৪ ভোট), জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী (৬৮৭৪ ভোট), বাংলাদেশ কংগ্রেসের মো. জহির (১৮৫ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির মনোয়ার হোসাইন (২৫৩ ভোট)।
বরিশাল-১ আসনে জাতীয় পার্টির অ্যাডভোকেট ছেরনিয়াবাত সেকেন্দার (৪১২২ ভোট), ন্যাশলাল পিপলস পার্টির মো.তুহিন (১২১৮ ভোট)। পিরোজপুর-৩ জাতীয় পার্টির মাশরেকুল আজম রবি (৬৬০ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির আমির হোসেন (১১৮ ভোট), সাংস্কৃতিক মুক্তিজোটের জাসেম মিয়া (৫৭ ভোট) তরিকত ফেডারেশনের শহিদুল ইসলাম (৫৭ ভোট), কল্যাণ পার্টির শহিদুল ইসলাম স্বপন (১৯৫ ভোট), কংগ্রেস পার্টির হোসাইন মোসারফ সাকু (৪৬ ভোট)।
মৌলভীবাজার-৪ আসনে ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিত হাসানী (৫৩৯০ ভোট), ইসলামী ঐক্যজোটের আনোয়ার হোসাইন (৫০৭০ ভোট)। হবিগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী আহাদ উদ্দিন চৌধুরী (৪১৭ ভোট) কংগ্রেসের আল আমিন (৫৪০ ভোট), ইসলামি ঐক্যজোটের আবু ছালেহ (১৭৩ ভোট), বিএনএমের মুখলেছুর রহমান (৩৯৩ ভোট), ইসলামিক ফ্রন্টের আব্দুল মুমিন (৩৩৭ ভোট) সাংস্কৃতিক ঐকজোটের রাশেদুল ইসলাম খোকন (১৬৭ ভোট)। ময়মনসিংহ-৭ আসনে জাতীয় পার্টির আব্দুল মজিদ ও তৃণমূল বিএনপির ডক্টর আব্দুল মালেক।
খুলনা-৬ আসনে বিএনএমের ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ (২১২০ ভোট), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (৭৭৯ ভোট) তৃণমূল বিএনপির নাদীর উদ্দীন খান (২৬৩ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির আবু সুফিয়ান (৮৭৬ ভোট), বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আজম (৫৫৬) ভোট।
পঞ্চগড়-১ আসনে বিএসপির আব্দুল ওয়াদুদ বাদশা (১৩৭১ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির মশিউর রহমান বাবুল (১৩৯৯ ভোট), ন্যাশনালিস্ট পার্টির সিরাজুল ইসলাম (১৪৮১ ভোট) সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল মজিদ (৭৪৩ ভোট)।
পঞ্চগড়-২ আসনে জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন (৭৬২৭ ভোট), তৃণমূল বিএনপির আব্দুল আজিজ (৪৪২০ ভোট) ও বিএসপির আহমাদ রেজা ফারুকী (৪৪৭০ ভোট)।
নওগাঁ-১ আসনে জাতীয় পার্টির আকবর আলী (৫০২৫ ভোট), স্বতন্ত্র প্রার্থী মাজেদ আলী (২১১৬ ভোট), নওগাঁ-৩ আসনে স্বতন্ত্র ডিএম মাহবুবুল হক মান্নাফ পেয়েছেন (১৩৩১ ভোট), ঢাকাই সিনেমার কৌতুক অভিনেতা শামীনুর রহমান ওরফে চিকন আলী (১৭০১ ভোট), জাতীয় পার্টির প্রার্থী মাসুদ রানা (৩৪৪১ ভোট) ও তৃণমূল বিএনপির প্রার্থী সোহেল কবির চৌধুরী (৫৯৭ ভোট)।
নওগাঁ-৫ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের আজাদ হোসেন মুরাদ ও জাতীয় পার্টির ইফতারুল ইসলাম। নওগাঁ-৬ আসনে জাতীয় পার্টির আবু বেলাল হোসেন (৫৮১ ভোট), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আব্দুস সাত্তার (২০৬ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী খন্দকার ইন্তেখাব আলম (১৯৯ ভোট), স্বতন্ত্র প্রার্থী জাহিদুল (৩৩১ ভোট) ও স্বতন্ত্র প্রার্থী নওশের আলী (২২৪৩ ভোট)।