পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের আইনি সমস্যা বেড়েই চলেছে। কারণ বুধবার একটি জবাবদিহি আদালত তোশাখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে।
জিও নিউজ জানিয়েছে, জবাবদিহি আদালতের বিচারক মুহাম্মদ বশির রায় ঘোষণা করেন। সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীকে ১০ বছরের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এই দম্পতিকে দেড় বিলিয়নের বেশি রুপি জরিমানা করা হয়েছে।
এর আগে মঙ্গলবার অপর একটি আদালতে ইমরানের ১০ বছরের সাজা দেওয়া হয়।