যশোরে সন্ত্রাসীদের হামলায় জিল্লুর রহমান শিমুল (৪২)নামে এক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি ই্উনিয়নের গোবিলা গ্রামে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান শিমুল চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। পুলিশ এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্ত্রাসীদের আটকের জন্য অভিযানে নেমেছেন। নিহত জিল্লুর রহমান শিমুল গোবিলা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।
এলাকাবাসী ও নিহত শিমুলের স্বজনরা জানান রাত সাড়ে ৮টার দিকে গোবিলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির অদূরেই তার ওপর হামলা হয়। তার চিৎকার শুনে আশপাশের বাড়ির মহিলারা বেড়িয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় সেখান থেকে চিহ্নিত সন্ত্রাসী বুলবুল ও নাঈমকে ধারালো অস্ত্র হাতে নিয়ে যেতে দেখেন তারা। পরে শিমুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্বজনরা আরো জানান, শিমুল স্থানীয় ইউপি চেয়ারম্যান দাউদ হোসেনের সাথে থাকতো। তার প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার সাথে বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে।
এ বিষয়ে যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, খবর পেয়েই তারা ঘটনাস্থলে যান। এ ঘটনায় জড়িতদের সনাক্ত ও আটকে কাজ শুরু করেছেন তারা।