ঝিনাইদহে কৃষক মশিউর হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

-ঝিনাইদহ সদর উপজেলার গড়িয়ালা গ্রামের কৃষক মশিউর রহমান মশি হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার সকালে সদর উপজেলার দোকানঘর নামক স্থানে এ মানববন্ধনের আয়োজন করে নিহতের স্বজন ও এলাকাবাসী।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে কৃষক মশিউরের পরিবারের সদস্যসহ প্রতিবেশী ও স্বজনরা অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে স্থানীয় ইউপি সদস্য আবু হানিফ, প্রতিবেশী আব্দুল লতিফ, ওলিয়ার রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা অভিযোগ করে বলেন, মশিউরের স্ত্রী সুমী খাতুনের পরকীয়া প্রেম ছিলো। বিষয়টি মশিউর জেনে ফেলায় তাকে বিদ্যুৎ শক দিয়ে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান তারা। উল্লেখ্য, গত ২৯ মার্চ সদর উপজেলার গড়িয়ালা গ্রামের তার নিজ বাড়ির নির্মাণাধীন বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় মশিউরের লাশ উদ্ধার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, কৃষক মশিউর রহমান মশি হত্যায় সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্ট আসা না পর্যন্ত এটি হত্যা না আত্মহত্যা সেটা আমরা বলতে পারিনা।