তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী হোসেনকে হত্যার দায় স্বীকার করেছে নবাব। এলাকায় আধিপত্য বিস্তার,মাদক ব্যবসা ও চাঁদাবাজির ঘটনায় নবাবের মাকে নিয়ে গালিগালাজ করায় নবাব ও তার সহযোগী দিপকের মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে যায় এবং গুলি করে হত্যাকাণ্ড সংঘটিত করে পালিয়ে যায়।