বাংলাদেশ ম্যাচে রোভম্যান পাওয়েলের রেকর্ড

বাংলাদেশের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় রেকর্ড গড়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোভম্যান পাওয়েল।

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ক্যারিয়ারের ৯০তম ম্যাচে ৪৫টি ক্যাচ নেওয়ার কীর্তি গড়েন রোভম্যান পাওয়েল।

আজ সেন্ট ভিনসেন্টের অ্যারন্স ভেলে গ্রাউন্ডে জাকের আলীর ক্যাচ লুফে নেওয়ার মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়োন্টিতে রেকর্ড সর্বোচ্চ ৪৫টি ক্যাচ নেন রোভম্যান।

এতদিন ৯১ ম্যাচে ৪৪টি ক্যাচ নিয়ে শীর্ষে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ডুয়ান ব্রাভো। ১০১ ম্যাচে অংশ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ৪২টি ক্যাচ নেন সাবেক অধিনায়ক কায়রন পোলার্ড।

বুধবার ভোরে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান করে বাংলাদেশ। দলের হয়ে ১৭ বলে দুই চার আর দুই ছক্কায় ৩৫ রানের অনবদ্য ইনিংস খেলেন শামিম পাটোয়ারি।

টার্গেট তাড়া করতে নেমে তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের গতি আর রিশাদ হোসেন ও মাহেদি হাসানের স্পিনে বিভ্রান্ত হয়ে ১৮.৩ ওভারে ১০২ রানেই অলআউট হয় উইন্ডিজ।

২৭ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।