যশোর সেনা নিবাস এলাকায় থেকে ভারতীয় নাগরিক গ্রেফতার

বিনা পাসপোর্টে বাংলাদেশে অনুপ্রবেশসহ যশোর সেনানিবাস এলাকায় সন্দেহজনকভাবে ঘুরাঘুরি কালে ভারতীয় নাগরিক রাহুল কুমার নামে এক যুবককে সেনা বাহিনীর সদস্যরা গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

সে ভারতের মুম্বাই জেলার মুম্বাই থানার খেলারীয়া গ্রামের বিকাশের ছেলে। কোতয়ালি থানার এসআই আব্দুর রাজ্জাক তাকে হেফাজতে নিয়ে পাসপোর্ট ও আনুসাঙ্গিক কাগজপত্র ব্যতীত অবৈধ ভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশ করার অভিযোগে নিয়মিত মামলা দায়ের করেছে। মঙ্গলবার ১৮ মার্চ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতয়ালি থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, গত সোমবার ১৭ মার্চ মোবাইল-১৩ ডিউটি করা কালীন সময় বেতার যন্ত্রের মাধ্যমে জানতে পারেন যশোর সেনা নিবাস এলাকায় সেনা বাহিনীর সদস্যরা একজন ভারতীয় নাগরিককে সন্দেহজনক ঘুরাঘুরির অভিযোগে আটক করেছে।

তিনি উক্ত ভারতীয় নাগরিককে হেফাজতে গ্রহনের জন্য সেখানে উপস্থিত হয়ে মিলিটারী পুলিশের মাধ্যমে তাকে হেফাজতে গ্রহন করে। উক্ত যুবকের বাংলাদেশে প্রবেশে বৈধ কোন কাগজপত্র ও আনুসাঙ্গিক কাগজ দেখাতে পারেনি। ফলে তার বিরুদ্ধে ১৯৫২ সালে ৪ ধারা মোতাবেক নিয়মিত মামলা রুজু করে। পরে তাকে আদালতে সোপর্দ করে।