যশোরের অভয়নগর উপজেলার একতারপুরে একটি পুকুর থেকে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি গলে পঁচে যাওয়ায় তার লিঙ্গ সনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা অবৈধ গর্ভপাতের পর শিশুটিকে ফেলে গেছে। লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেয়া হচ্ছে।
অভয়নগর থানার ওসি আব্দুল আলীম জানান, স্থানীয়রা আজ সকাল ৯টার দিকে সড়কের পাশে একটি পুকুরের নবজাতকের লাশ দেখতে পায়। খবর পেয়ে তারা লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তাদের ধারণা অবৈধ গর্ভপাতের পর শিশুটিকে ফেলে গেছে। লাশের পরিচয় সনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেয়া হচ্ছে।