চৌগাছায় সাংবাদিকের চাচা আলী আশরাফ মুক্তার দেওয়ানের জানাজা সম্পূর্ণ

যশোরের চৌগাছায় প্রেসক্লাবের পত্রিকা বিষয়ক সম্পাদকের দেওয়ান শফিকুল ইসলামের ছোট চাচা আলী আশরাফ মুক্তার দেওয়ানের মৃত্যুতে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালী তিনার বয়স হয়েছিল ৭১ বছর। শনিবার দুপুর ২ টায় ইচ্ছাপুর দেওয়ান পাড়া মসজিদের সামনে লাইব্রেরী ব্যবসায়ী দেওয়ান আলী আশরাফ মুক্তার হোসেনের জানাজা

অনুষ্ঠিত হয়, জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়েত ইসলামের আমির মাওঃ গোলাম মোরশেদ, বিএনপির সাবেক সভাপতি জহরুল ইসলাম, উপজেলা জামায়েত ইসলামের সেক্রেটারি নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি কামাল আহমেদ, সাংবাদিক রহিদুল ইসলাম খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল,সাংবাদিক এম এ রহিম, আব্দুক মান্নান, সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তিনি মৃত্যুকালে স্ত্রী শাহনাজ বেগম সহ ৩ পুত্র মোখলেসুর রহমান, আনিসুর রহমান, হাদিসুর রহমান ও ২ কন্যা কামরুন নাহার, খাইরুল রহমান রেখে গিয়েছেন। ইচ্ছাপুর দেওয়ান বাড়ির কবরস্থানে
দাফন কাফন সম্পন্ন করা হয়েছে।