মোরেলগঞ্জে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

বাগেরহাট মোরেলগঞ্জ সদর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (৭জুলাই) দুপুর ১২টায় সদর ইউনিয়ন পরিষদ মাঠে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়।

উপজেলা বিএনপি’র আহ্বায়ক শহিদুল হক বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রহিম তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, আবজাল হোসেন জোমাদ্দার, মতিউর রহমান বাচ্চু, প্রভাষক রাসেল আল ইসলাম এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি মজনু মোল্লা। ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সভায় বক্তারা আসন্ন উপজেলা বিএনপি’র কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী শহিদুল হক বাবুলকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এই কর্মসূচির মাধ্যমে মোরেলগঞ্জে বিএনপি’র সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা।