যশোরের মণিরামপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু তাহের (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে দিকে মণিরামপুরের চালকিডাঙ্গা এলাকায় এদুর্ঘটনা ঘটে।
নিহত আবু তাহের মণিরামপুর গাংরা গ্রামের ইসমাইল শেখের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন আবু তাহের।
পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাসংক্রান্ত বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।