বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের যৌথ অভিযানে পানগুছি ও বলেশ্বর নদী থেকে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। গত দু’দিনের এই অভিযানে বিভিন্ন প্রকারের আরও অনেক অবৈধ জাল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২০ মে) বেলা ১১টায় সোলমবাড়ীয়া বালুর মাঠে জব্দকৃত অবৈধ জালগুলো পোড়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার, কোস্টগার্ডের মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা, মেরিন ফিশারি অফিসার মো. মোদাচ্ছের হোসেন এবং মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার জানান, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য সমুদ্রসীমায় মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞার অংশ হিসেবে সোম ও মঙ্গলবার ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত পানগুছি ও বলেশ্বর নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল ছাড়াও ১৬টি চিংড়ি রেণু ধরার জাল, ৫টি চরগড়া জাল, ৪টি চায়না জুয়ারি জাল এবং ৩টি অন্যান্য জাল উদ্ধার করা হয়। জব্দকৃত সকল জাল জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
এই অভিযান মৎস্য সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন।