যশোরে প্রাইভেটকার চালককে এলোপাতাড়ী ছুরিকাঘাত

যশোর সদরের এনায়েতপুর গ্রামে দিনদুপুরে সবুজ (৩০) নামের এক প্রাইভেটকার চালককে এলোপাতাড়ী ছুরিকাঘাতে জখম করেছে এলাকার একদল চিহিৃত সন্ত্রাসী। তাকে কুপিয়ে ‍মৃত ভেবে ফেলে যায় তারা। স্থানীয়রা রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আহত সবুজকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। জরুরী বিভাগের চিকিৎস জানিয়েছেন-আহত যুবকের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
 বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত সবুজ পাশের জোতরহিমপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
চিকিৎসাধীন সবুজ ও তার স্বজনদের ভাষ্যমতে, গাড়ি চালিয়ে বিকেলে বাড়ি ফিরছিলেন। তিনি এনায়েতপুর গ্রামে পৌঁছালে ওই গ্রামের সন্ত্রাসী মহিদুল (৩০) ও হাশিমপর গ্রামের সোহানসহ (২৫) চিহিৃত সন্ত্রাসী ও কুখ্যাত চাঁদাবাজ চক্রের একদল সদস্য সবুজকে এলোপাতাড়ী ছুরিকাঘাত করে। এক পর্যায়ে তাকে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে যায়। সৌভাগ্যক্রমে বিষয়টি স্থানীয়দের নজরে আসায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন-আহতের পায়ের উরুসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ মুহূর্তে আশঙ্কামুক্ত।
এ বিষয়ে জানতে স্থানীয় পুলিশ ফাঁড়ির সাথে যোগাযোগের চেষ্টা করে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।