যবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

just logo

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ ২৫ এপ্রিল বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যবিপ্রবিতে ‘সি’ ইউনিটে ১৫৬০টি আসনের বিপরীতে ৯৬.২২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান। কেন্দ্রীয় কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ কামাল হোসেন জানান, শিক্ষার্থী সংখ্যা কম হওয়ায় শুধুমাত্র একটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় চত্বরজুড়ে নির্দেশনা সংবলিত ডিজিটাল ব্যানার, স্বেচ্ছাসেবকদের সহায়তা ও নিরাপত্তা জোরদারের মাধ্যমে সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়। উপাচার্য ও কোষাধ্যক্ষ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য, ২ মে ‘বি’ ইউনিট ও ৯ মে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।