ছয় দফা দাবি মেনে নিতে অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।বেঁধে দেওয়া সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে ‘লং মার্চ’ করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রোববার ঢাকা জেলার পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা সমাবেশে এই আলটিমেটাম দেয় আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন।
কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, ‘আমাদের দাবি দাওয়া মেনে নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি এর মধ্যে দৃশ্যমান কর্মকাণ্ড না দেখানো হয়, তাহলে কঠোর থেকে কঠোর কর্মসূচি, প্রয়োজনে লং মার্চ হবে।’
তিনি বলেন, ‘সব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইদের বলে দিতে চাই, সব কারিগরি শিক্ষার্থী ভাইদের বলে দিতে চাই- আমরা ৮৭ সালের আন্দোলন ভুলে যাই নাই; আমরা ১৩ সালের আন্দোলন ভুলে যাই নাই, আমার ভাইয়েরা রাজপথে রক্ত ঝরিয়েছে, আমরা ভুলে যাই নাই।সব ভাইদের বলতে চাই, আপনারা সবাই সমাবেশে ঐক্যের ডাক দিয়ে দেন। আন্দোলন শুধু আমাদের শিক্ষার্থীদের আন্দোলন নয়। এটা সব শিক্ষক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার পেশাজীবী সবার আন্দোলন।’
জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতির জন্য ক্রাফট ইনস্ট্রাক্টরদের পক্ষে যে রিট আবেদন করা হয়েছে, তাকে ‘কালো রিট’ আখ্যায়িত করে মাশফিক ইসলাম দেওয়ান বলেন, ‘এটি অবিলম্বে বাতিল করতে হবে। যদি দ্রুত থেকে দ্রুততম সময়ে এই রিট বাতিল করা না হয়, তাহলে তো আজকে এ সমাবেশ হয়েছে, কালকে বিক্ষোভ হবে, পরশু দিন সারা বাংলাদেশ ব্লকেড হয়ে যাবে।’
এদিন রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে এ মহাসমাবেশ শুরু হয়।
সমাবেশে শিক্ষার্থীদের হাতে দাবি-দাওয়া সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। ‘আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারি,’ ‘তেরোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’,‘দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার,’ ‘এক হও এক হও, পলিটেকনিক এক হও’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশ এলাকা।
এর আগে সকাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে সমাবেশে যোগ দেয়।
পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা : পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন।