পাকিস্তানের আকাশসীমা বন্ধ, উদ্বেগ প্রকাশ ২ ভারতীয় বিমান সংস্থার

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষিদ্ধ করেছে পাকিস্তান। এর ফলে যাত্রীদের অসুবিধাসহ বহু ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছে ভারতীয় বিমান সংস্থাগুলো।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুটি ভারতীয় বিমান সংস্থার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত-শাসিত কাশ্মীরের একটি পর্যটন কেন্দ্র পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় এক নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত হন। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ এই দাবি তীব্রভাবে অস্বীকার করে এবং ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ হিসেবেও অভিহিত করেছে।

হামলার পরদিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত।

ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। ভারতীয়দের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধসহ বুধবার বেশ কয়েকটি পালটা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পালটাপালটি এসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে যা হয়তো সামরিক সংঘাতে গড়াতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

পালটাপালটি এসব পদক্ষেপ ঘোষণার পর ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে বলেছে, ‘সমস্ত ভারতীয় বিমান সংস্থার জন্য পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ করার কারণে উত্তর আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে যাতায়াতকারী বা সেখান থেকে আসা কিছু এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিকল্প বর্ধিত রুট ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। ’

পোস্টে আরও বলা হয়েছে, ‘আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা এই অপ্রত্যাশিত আকাশসীমা বন্ধের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে তার জন্য এয়ার ইন্ডিয়া দুঃখিত। আমরা আবারও বলতে চাই যে এয়ার ইন্ডিয়াতে, আমাদের গ্রাহক এবং ক্রুদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। ’

একইভাবে আরেক ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো এক ফেসবুক পোস্টে বলেছে, ‘পাকিস্তানের আকাশসীমা বন্ধের আকস্মিক ঘোষণার কারণে আমাদের কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট প্রভাবিত হচ্ছে। আমরা এর ফলে সৃষ্ট অসুবিধা বুঝতে পারি এবং আমাদের টিম যত দ্রুত সম্ভব আপনাদের গন্তব্যে পৌঁছাতে সহায়তা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। ’

পোস্টে আরও বলা হয়েছে, ‘আমরা আপনার ধৈর্য এবং বোধগম্যতাকে গভীরভাবে মূল্যায়ন করি। এই চ্যালেঞ্জিং সময়ে আমরা আমাদের নাগরিকদের সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ’