সিলেট টেস্টে বাংলাদেশের পক্ষে আসেনি ফল। আজ সাদা বলের সিরিজের দ্বিতীয়টিতে তাই টাইগারদের বাঁচামরার লড়াই। হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে আগে বোলিং করবে নাজমুল হোসেন শান্ত ব্রিগেড। সফরকারী জিম্বাবুয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে লাল বলের মহারণ।
সিলেট টেস্ট থেকে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন। মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ হারিয়েছেন জায়গা। পিএসএল খেলতে যাওয়ার কারণে দলে নেই নাহিদ রানা। তার জায়গায় অভিষেক হচ্ছে তানজিম হাসান সাকিবের। দীর্ঘদিন পর দলে ফিরেছেন এনামুল হক বিজয়। স্পিনার নাঈম হাসানকে রাখা হয়েছে বোলিং আক্রমণে।
সিরিজে এগিয়ে থাকা জিম্বাবুয়ে সিলেট টেস্ট থেকে এনেছে দুটি পরিবর্তন। তাদের দলেও হচ্ছে একজনের অভিষেক। ভিক্টর নুয়াচি ও নাশা মাভাও’র বদলে দলে জায়গা করে নিয়েছেন তাফাদাওয়া তিসিগা ও অভিষেক হচ্ছে ভিনসেন্ট মাসেকাজ্জার।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে কাগজে-কলমে বাংলাদেশ-ই এগিয়েছিল। তবে মাঠের খেলায় বাংলাদেশের এখন এতটাই দুর্দিন চলছে যে, সিলেট টেস্ট শুরুর পর অনেকটা যেন শান্ত বাহিনীকে বলেকয়ে হারিয়েছে জিম্বাবুয়ে। ৩ উইকেটের জয়ে সিরিজে এখন চালকের আসনে শন উলিয়ামসরা। আজ শুরু হয়েছে ৫ দিনের লড়াই। টেস্টটি ড্র হলেও সিরিজ জিতবে জিম্বাবুয়ে। বাংলাদেশের তাই জেতার বিকল্প নেই।
বাংলাদেশের একাদশ
এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকের আলী, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ
বেন কারান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, তাফাদজওয়া সিগা (উইকেটকিপার), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ভিনসেন্ট মাসেকেসা।