বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ক্ষুধার বিরুদ্ধে লড়াইটিই আমাদের মূল লড়াই। শ্রমিক শ্রেণির ন্যায্য অধিকার আদায়ের জন্য মালিকপক্ষের সঙ্গে সুসম্পর্ক যেমন জরুরি, তেমনি শ্রমিক নেতাদের গোপন আঁতাতের বিষয়েও শ্রমিকদের সতর্ক থাকতে হবে। কিছু শ্রমিক নেতা নিজেদের স্বার্থে শ্রমিকদের ব্যবহার করে, তাদের থেকে সাবধান থাকা প্রয়োজন।
মঙ্গলবার (৬ মে) দুপুরে যশোর পৌরসভা প্রাঙ্গণে জাতীয়তাবাদী শ্রমিক দল, পৌরসভা শাখা আয়োজিত জাতীয় মে দিবস ও শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, গণতান্ত্রিক সরকার ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য শ্রমিকদের ভোটাধিকার আদায় করতে হবে। স্বৈরাচারের দোসররা এখনও সমাজে বিদ্যমান, তাই শ্রমিকদের মনে রাখতে হবে, যে তাদের রাজনৈতিক শত্রু, সে কখনও তাদের আত্মীয় হতে পারে না। এমন কোনো আত্মীয় বা বন্ধু থাকলে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন।
যশোর জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো: মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব মো: আলাউদ্দিন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।