যশোরে রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

যশোরে ‘অন দ্যা সাইড অফ হিউম্যানেটি’ প্রতিপাদ্য স্লোগানে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে র‍্যালি, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে জেলা ইউনিট।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট যশোরের সহসভাপতি দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলুু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খান প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এই তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ এবং তাদের মধ্যে মানবতাবোধ ও সেবার মানসিকতা জাগ্রত করা অত্যন্ত জরুরি।

জেলা প্রশাসন সর্বদা রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির পাশে আছে এবং থাকবে। আমরা বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুস্থ, সুন্দর ও সহানুভূতিশীল সমাজ গড়ে তুলতে সক্ষম হব।

উদ্বোধন শেষে শহরে আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এদিন বিকেলে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের হল রুমে কবিতা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তিন বিভাগের মোট ২৭ জনের হাতে পুরস্কার তুলে দেন জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিটের অজীবন সদস্য তনুজ জামান মায়া, সাবেক যুব প্রধান রোকনুজ্জামান, ইউনিট লেভেল অফিসার মোক্তার হোসেন, কবিতা বিভাগের বিচারক নার্গিস খন্দকার, চিত্রাংকন বিভাগের চঞ্চল কুমার প্রমুখ।#