বিশ্ব সাহিত্য গবেষণায় নতুনত্ব সৃষ্টিকারী কবি রবীন্দ্রনাথ ঠাকুর ’

বিশ্বের সকল সাহিতিক্যের মধ্যে অন্যতম প্রতিভাধারী বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যের সকল শাখায় তাঁর সফল বিচরণ বিশ্ব সাহিত্যকে বিমোহিত করে। বিশ্ব সাহিত্য গবেষণায় নতুনত্ব সৃষ্টি করে, বিষ্ময় সৃষ্টি করে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) শনিবার বিকেলে আয়োজিত কবিতা পাঠ ও আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, আব্দুল খালেক

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কবি দীনেশ মন্ডল, সহকারী অধ্যাপক কবি সুরাইয়া শরীফ, কবি নাঈম নাজমুল, কবি বকুল হক, দৈনিক রানারের সাহিত্য সম্পাদক মামুন আজাদ।

বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না উপস্থাপনায় যশোর শহরের পোস্টঅফিসপাড়ার বিএসপির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কবিতা আবৃত্তি করেন শাহরিয়ার সোহেল, নূরজাহান আরা নীতি, ব্রতী বর্মণ, রাজদাশ।

কবিতা পাঠ ও আলোচনাসভায় অংশ নেন, সাবেক সভাপতি এডিএম রতন,আতিয়ার রহমান, আবুল হাসান তুহিন, অরুণ বর্মন, ভদ্রাবতী বিশ্বাস,অ্যাড. মাহমুদা খানম, সঞ্জয় নন্দী, কাজী নূর, গোলাম মোস্তফা, শরিফুল আলম, আমিনুর রহমান, শরিফ হোসেন ধীমান প্রমুখ। অনুষ্ঠানে বেহালার মাধ্যমে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন ব্রতী বর্মণ।
এছাড়া সঙ্গীতজ্ঞ মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।