যশোরে নির্মাণাধীন ভবনের রেলিং ভেঙে প্রকৌশলীসহ ৩ জন নিহত

যশোরের সার্কিট হাউস পাড়ায় ইকবাল মঞ্জিলের একটি আটতলা নির্মাণাধীন ভবনের রেলিং ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিনাজপুরের বাসিন্দা প্রকৌশলী আজিজুর রহমান (৩৫), কুষ্টিয়ার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান মিজান (৪০), ও চাঁপাইনবাবগঞ্জের নুরু (৪৫), যিনি সাব-কন্ট্রাক্টরের কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নির্মানাধীন ভবনের ষষ্টতলার সানসেটে দাঁড়িয়ে ছিলেন ৩জন। এরপর হঠাৎ সেটি ভেঙ্গে নিচে পরে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যান দুই প্রকৌশলী। পরে স্থানীয়রা গুরুতর আহত সাব-কন্ট্রাক্টর নুরু মিয়াকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শাকিরুল ইসলাম জানান, নিহতদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। মাথায় আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিন।

বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ম্যানেজার বাবলু রহমান জানান, এই বিল্ডিংয়ের নির্মাণ কাজ ২০১০ সাল থেকে শুরু হয়েছিল। নিহতের মধ্যে দুইজন প্রকৌশলী ও একজন সাব কন্টাক্টর রয়েছেন। কিভাবে দুর্ঘটনা ঘটলো সেটি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে স্থানীয়দের দাবী, ভবনের কাজে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার ফলে এমন দুর্ঘটনা ঘটেছে। এঘটনার সুষ্টু তদন্তের দাবী জানিয়েছেন তারা।

এবিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত জানিয়েছেন, সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে নির্মানাধীন একটি বিল্ডিংয়ের সানসেট ভেঙ্গে ৩ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে