যশোরে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যশোরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সবচে’ খারাপ সময়েও এনটিভি সাহসিকতার সাথে কথা বলেছে। অনেক চাপ, অনেক দূর্যোগ মোকাবেলা করে জনপ্রিয় এই টিভি চ্যানেলটি সময়ের সাথে আগামির পথে এগিয়ে যাচ্ছে। দেশের গণতন্ত্রের উত্তোরণের এই সময়ে এনটিভি বলিষ্ঠ ভুমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এনটিভির স্টাফ করসপনডেন্ট সাইফুল ইসলাম সজলের স্বাগত বক্তব্যের পর বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ্দ-দ্দৌলা, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত,প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর সদর উপজেলা শাখার মুখপত্র সোহানুর রহমান ও যশোর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিলন রহমান।

পরে প্রধান অতিথি অন্য অতিথিদের সাথে নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটেন।