রশিদ খান কি ‘ফিঙ্গার স্পিনার’!

স্পোর্টস ডেস্ক: লেগস্পিনারদের আসল ভেল্কি হাতের কব্জিতে। মূলতঃ কব্জির সাহায্যেই বলকে টার্ন করান তারা। আঙুল বা ফিঙ্গারের ব্যবহার সেখানে সীমিত। তবে আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান নাকি ‘ফিঙ্গার স্পিনার’। শুনতে অদ্ভূত লাগলেও এমনটা দাবি করেছেন রশিদ নিজেই।

অল্প কয়েকদিন বিশ্ব ক্রিকেটের বড় তারকা হয়ে গেছেন রশিদ খান। স্পিন ভেল্কিতে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের নাকাল করছেন। তার ঘূর্ণি-জাদু কোনোভাবেই ধরতে পারছেন না ব্যাটসম্যানরা। রহস্যটা কি?

রহস্যভেদ করতে না দিলেও চোখ কপালে উঠার মতো একটি তথ্য জানালেন রশিদ। তার দাবি, লেগস্পিনার হলেও আদতে তিনি বল টার্ন করান আঙুলের সাহায্যে। আফগান লেগস্পিনারের ভাষায়, ‘আমি নিজেকে ফিঙ্গার স্পিনার বলি। শুনতে অদ্ভূত লাগতে পারে, তবে আমি এভাবেই বল করি। আমি বোলিংয়ের সময় নিজের কব্জিকে খুব একটা ব্যবহার করি না। আঙুলের ডগার সাহায্যে আমি বল ছাড়ি। এতে আমি দ্রুত বল করতে পারি। আমি একজন লেগস্পিনার যে কিনা ভালো গুগলি করতে পারে।’

কিন্তু এই বোলিং কারিশমা তিনি শিখেছেন কোথায়? রশিদ জানালেন, কেউ তাকে এসব শেখায়নি। তবে পাকিস্তানের শহীদ আফ্রিদি আর ভারতের অনিল কুম্বলেকে দেখে নিজে থেকেই কিছু শিখেছেন, ‘কেউ আমাকে লেগস্পিন আর গুগলি করতে বলেনি। আমি নির্দিষ্টভাবে কাউকে দেখা বা অনুসরণ করিনি। আমি শুধু আফ্রিদি আর কুম্বলের বোলিংটা দেখেছি। সঠিক সময়টা বলতে পারব না, তবে সম্ভবত পাঁচ-ছয় বছর আগে থেকে। আমি এখনও সময় পেলে কুম্বলের বোলিং দেখি।’