প্রায়ত নেতাদের কবর জিয়ারত যশোর জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নব নির্বাচিত কমিটির

স্টাফ রিপোর্টার, যশোর: জেলা যুবদল ও সেচ্ছাসেবক দলের নবনির্বাচিত নেতৃবৃন্দ বৃৃহস্পতিবার দুপুরে যশোর জেলা বিএনপির প্রয়াত সভাপতি মরহুম চৌধুরী শহিদুল ইসলাম নয়ন, যশোর জেলা বিএনপি নেতা মরহুম শেখ ফারুক সিদ্দিকী, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মরহুম আবিদুর রহমান কুয়াশা, শহীদ ছাত্রনেতা মাসুদুজ্জামান প্রিন্স, কবির হোসেন পলাশসহ দলের প্রয়াত নেতৃবৃন্দর কবর জিয়ারত করলেন। নেতৃবৃন্দ জোহরবাদ কারবালায় দলের প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত স্বেচ্ছাসেবকদলের সভাপতি রবিউল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন বাবু, যুগ্মসম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বীট, যুগ্ম-সম্পাদক রেজানুল ইসলাম রিয়েলসহআরও উপস্থিত ছিলেন যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যাক নেতাকর্মী।