বুধবার (১৩ জুন) সকালে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, গত কয়েক বছরের তুলনায় এখন রাস্তার অবস্থা অনেক ভালো। গত বছর রাস্তা ঠিক করার বিষয়ে কথা দিয়েছিলাম। সেই অনুয়ায়ী ২৩টি ব্রিজসহ গাজীপুর চন্দ্রা ফোর লেন ওপেন করে দিয়েছি। ঢাকা-চট্রগ্রামেও এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। যানজট থাকলে তো মালিকরাই আপত্তি করত। তারা কেউ বলছে না যানজটের কারণে ঈদযাত্রা কোথাও বিঘ্নিত হচ্ছে।