ঝিকরগাছায় পথশিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেছেন, পথশিশুদের অবহেলার চোঁখে দেখা ঠিক নয়। তাদের মাঝেও অনেক সম্ভাবনা লুকিয়ে আছে। তাদেরকে গড়ে তুলতে পারলে সমাজবির্নিমানে তারাও ভুমিকা রাখতে পারে। সমাজের বিত্তবানদের তাদের পাশে এসে দাঁড়ানো উচিত।

বুধবার বিকেলে ঝিকরগাছা ক্রিকেট একাডেমী ও আলোকিতপথ নৈশবিদ্যালয়ের পক্ষ থেকে ২০১ জন পথশিশুর মাঝে ঈদের নতুন জামাকাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবল। ক্রিকেটার সজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর সিটি ক্যাবলের এমডি মোশারফ হোসেন বাবু, ঝিকরগাছা ক্রিকেট একাডেমীর সাধারন সম্পাদকশাহানুর কবীর হ্যাপি, যুগ্ম-সম্পাদক হাবিবুর বাশার, কোষাধ্যক্ষ তৌফিকুর রহমান আলো, সদস্য শাকিল আহম্মেদ, প্রধান শিক্ষক কামরুজ্জামান প্রমূক। ক্রিকেট একাডেমীর এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে প্রতিষ্ঠানের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধান অতিথি।