খবরে আরো বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইঞ্জিন ও ৫টি ট্যাঙ্কার কাজ করছে। এদিকে শুধু দীপিকা নন, আরও অনেক সেলিব্রিটি ওই আবাসনে থাকেন বলে জানা গেছে।
মুম্বই পুলিশ জানায়, অগ্নিকান্ডের ঘটনায় এখনও পর্যন্ত কেউ হতাহত হননি। আগুন নেভানোর জন্য কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
পুলিশ আরও জানায়, স্থানীয় সময় দুপুর ২টার দিকে ভবনটির ৩৩ তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় উপরের দু’টি তলা বেশি ক্ষতিগ্রস্থ হয়। আগুন লাগার পর ৯০ জনেরও বেশি বাসিন্দাকে নিরাপদে ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।