বিনোদন ডেস্ক: প্রথমে বিতর্কে কান দেননি চিত্রনায়িকা বুবলী। শেষ পর্যন্ত আর চুপ থাকতে পারলেন না। তাকে নিয়ে অনেক বেশি নেতিবাচক মন্তব্য করায় বিরক্তি প্রকাশ করলেন এই চিত্রনায়িকা।
এসব নিয়ে অবশেষে মুখ খুললেন বুবলী। এ সম্পর্কে তিনি বলেন,‘আমাদের দেশের মানুষ আসলে কেমন? একটা ছবির গানে প্রথম দুই ড্রেসে আমাকে একরকম । তৃতীয় ড্রেসে আমাকে দেখতে একটু মোটা মনে হয়েছে। আর এজন্য এই ধরনের কথা আসবে কেন? আমি যখন ড্রেসটা পরে শুটিং করছিলাম, তখন সেটের সবাই দেখছে। কারণ আমার ক্যামেরার এঙ্গেল আমি দেখতে পারছি না। কীভাবে ফ্রেম ধরছে বা কি হচ্ছে। ড্রেসটায় আমাকে এমন লাগবে যদি বুঝতাম, তাহলে অবশ্যই এই ড্রেস পরিবর্তন করতাম।’
বুবলী বলেন, ‘অন্যান্য ড্রেসগুলোও দর্শক কিছুটা হলেও দেখেছে। আর পরিচালক বা অন্যান্য টেকনিশিয়ান যারা ছিল, তারা যদি ওভাবে দেখতো তখনো কিন্তু ড্রেস পরিবর্তন করা যেত। তারপরও এডিটিং যখন হলো, কারও চোখে পড়লো না। এই বিষয়টায় আমি অবাক হয়েছি।’
বিরক্ত বুবলী আরও বলেন, ‘এই বিভ্রান্তিমূলক খবর ছড়ানো থেকে আমাদের বিরত থাকা উচিত। কারণ এটা খুব সেনসেটিভ একটা ইস্যু। এসব নিয়ে মজা করে কাউকে ছোট করা উচিত নয়। কারণ আমাদের তো পরিবার আছে। এটা মজা করার কোনো বিষয় নয়। পোশাক বিভ্রান্তির বিষয় হলিউড বা বলিউডেও ঘটে থাকে। এই জিনিসগুলো নিয়ে আমরা অন্যদিকে না যাই। আর ওই ব্যাপারগুলো আসবে কেন? সবাই জানে আমি অবিবাহিত। তাই ওই ব্যাপারটা আসার প্রশ্নই ওঠে না।
‘ছবির অন্যান্য গান দেখলেই সবাই বুঝবে’ মন্তব্য করে বুবলী বলেন, ‘একটা ড্রেসের কারণে এসব বলা তো হাস্যকর। এত পরিশ্রম করে কাজ করি। কিছু কিছু মানুষের ভুলের কারণে দায়টা যখন একজনের ওপর আসে তখন খুব খারাপ লাগে। আমি আমার দর্শকদের বলব, এটা ক্যামেরার ফ্রেমে বা ড্রেসের কারণে হয়েছে। ছবিটি দেখলে দর্শক বুঝবে আমার ফিটনেস কেমন। আমার মনে হয়, গুটিকয়েক লোক এসব ছড়িয়ে সবার মধ্যে আলোচনা সৃষ্টি করতে চায়। সামনে আমার মুভি রিলিজ। আমার মুভি রিলিজের সময় কোনো না কোনো টপিক সামনে নিয়ে আসে তারা।’
বুবলী আরও বলেন, ‘যারা আমাকে নিয়ে রিউমার ছড়াচ্ছে তাদের বলব, আপনাদের ভেতরে যদি মানবিক ব্যাপার থাকে তাহলে এসব রিউমার ছড়াবেন না।’