সুমি মির্জার চমক…

বিনোদন ডেস্ক: এই সময়ের সম্ভাবনাময়ী সংগীতশিল্পী সুমি মির্জা। দীর্ঘ ৯ বছর ধরে এই সংগীত ভুবনে তার পথচলা। ব্যান্ড ফোক ঘরানার গানের প্রতি আলাদা দুর্বলতা থাকলেও তিনি গেয়ে থাকেন সব ধরনের গান। টাঙ্গাইলের মেয়ে সুমি ব্যান্ড দল আর্কের গান কাভার করেই সবার কাছে বেশি পরিচিত হন। এ ছাড়াও তিনি ৩ মাস আগে কাভার করেছেন মৈমনসিংহ গীতিকার ছায়া অবলম্বনে গান ‘যুবতী রাধে’। এই গানটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, ভিউ সংখ্যাও অনেক বেশি বলে জানা যায়।

২০১২ সালে ৫টি গান নিয়ে সুমি বের করেন তার প্রথম মৌলিক অ্যালবাম ‘তোকে ভালোবাসি’। গানগুলো হলো- কি যে নেশা চোখে, রঙ্গিলা, তোকে ভালোবাসি (ডুয়েট), কেন থাকো দূরে দূরে, সোনাবন্ধুরে। বাজারে এ পর্যন্ত তার মিক্সড অ্যালবাম রয়েছে প্রায় ১১টি। ওস্তাদ সঞ্জীব দের কাছ থেকে ক্লাসিক্যালে তালিম নেওয়া সুমি কোরবানি ঈদে হাজির হচ্ছেন অনুরূপ আইচের লেখায় ‘যুবতী রাধে টু’ নিয়ে। গানটির ভিডিও নির্মাণ বাকি রয়েছে বলে জানা যায়।

এদিকে সুমি ৫ তারিখে দেশ টিভির ফোনো লাইভ শোতে গান গাইতে হাজির হচ্ছেন বলে জানান। উল্লেখ্য, সুমি ইদানীং দেশ-বিদেশে অসংখ্য স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন।