২০১২ সালে ৫টি গান নিয়ে সুমি বের করেন তার প্রথম মৌলিক অ্যালবাম ‘তোকে ভালোবাসি’। গানগুলো হলো- কি যে নেশা চোখে, রঙ্গিলা, তোকে ভালোবাসি (ডুয়েট), কেন থাকো দূরে দূরে, সোনাবন্ধুরে। বাজারে এ পর্যন্ত তার মিক্সড অ্যালবাম রয়েছে প্রায় ১১টি। ওস্তাদ সঞ্জীব দের কাছ থেকে ক্লাসিক্যালে তালিম নেওয়া সুমি কোরবানি ঈদে হাজির হচ্ছেন অনুরূপ আইচের লেখায় ‘যুবতী রাধে টু’ নিয়ে। গানটির ভিডিও নির্মাণ বাকি রয়েছে বলে জানা যায়।
এদিকে সুমি ৫ তারিখে দেশ টিভির ফোনো লাইভ শোতে গান গাইতে হাজির হচ্ছেন বলে জানান। উল্লেখ্য, সুমি ইদানীং দেশ-বিদেশে অসংখ্য স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন।