এর আগে, গ্রুপ পর্বে সার্বিয়ার বিপক্ষে খেলার শুরুর মাত্র ৯ মিনিটে তিনি ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন। তার বদলে খেলতে নেমে অসাধারণ খেলেছেন ফিলিপ লুইস। দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষেও প্রথম থেকেই একাদশে ছিলেন লুইস।
অন্যদিকে, কস্তা বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে মাত্র ৪৫ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। আর সময়টুকু তিনি খেলেছিলেন দুর্দান্ত। পরে তার ইনজুরিতে পড়লে কিছুটা হলেও বিপাকে পড়ে ব্রাজিল।